স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর আইসিসি বিশ্বকাপ শুরু হতে আর আট সপ্তাহও বাকি নেই। ইতিমধ্যে বিশ্বকাপে প্রস্তুতিও শুরু করে দিয়েছে অংশ নিতে যাওয়া দলগুলো। আগামী ফ্রেবুয়ারিতেই অস্ট্রেলিয়া-নিউজজিল্যান্ড শুরু হচ্ছে বিশ্বকাপের ১১তম আসর।
সেখানে অংশ নিতে মাশরাফিদের চূড়ান্ত প্রস্তুতি শুরু হচ্ছে বুধবার। তবে কোন আন্তর্জাতিক ম্যাচ দিয়ে নয়। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সের জমজমাট লড়াই দিয়ে।
দেশের ঘরোয়া ক্রিকেটের সেরা এ প্রতিয়োগিতার মধ্য দিয়েই শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি। প্রাথমিক স্কোয়াডে থাকা ৩০ ক্রিকেটারের জন্য এটি কঠিন চ্যালেঞ্জও বটে। কারণ সুপার লিগের ম্যাচগুলোর পারফরম্যান্স বিবেচনা হবে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণায়। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে ইতিমধ্যে সুপার লিগের ম্যাচগুলোর জন্য বাউন্সি উইকেটও তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররাও সুপার লিগে সেরা পারফরম্যান্স দেখিয়েই স্বপ্নের বিশ্বকাপে সুযোগ পেতে চান। জাতীয় দলের বিতর্কিত পেসার রুবেল হোসেন থেকে শুরু করে ওপেনার ইমরুল কায়েস, নাসির হোসেন এমনটাই জানিয়েছে। তবে নির্বাচকদের দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছে ওপেনার তামিম ইকবালের চোট। চোটের কারণে তামিম ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্স খেলতে পারছেন না।
লিগের সেরা ছয় দলের লড়াইয়ে প্রথম দিন মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডান এবং ঢাকা আবাহনী। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এ দিন মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে কলাবাগন ক্রিকেট একাডেমি ও প্রাইম দোলেশ্বর। বিকেএসপির মাঠে দিনের তৃতীয় খেলায় অংশ নেবে লিজেন্ডস অব রুপগঞ্জ ও প্রাইম ব্যাংক। এ রাউন্ডের বাকি দুটি খেলা অনুষ্ঠিত হবে ২৭ ও ৩০ ডিসেম্বর।