নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকার শান্তিপুর স্কুলের সামনে ছিনতাইয়ের ঘটনায় খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার দুপুরে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলামেইলকে জানান, বৃহস্পতিবার খিলগাঁওয়ে সংঘটিত ছিনতাইয়ের ঘটনার কারণে সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে গোড়ান এলাকার শান্তিপুর স্কুলের সামনে ছিনতাইকারীদের গুলিতে সাইমন (২৮) ঘটনাস্থলেই মারা যান এবং তার বাবা ইসরাফিল (৫৫) গুরুত্বর আহত হন।
তখন খিলগাঁও থানার এসআই লিয়াকত আলী জানিয়েছিলেন, মতিঝিলের ইউনিভার্সাল মানি এক্সচেঞ্জ থেকে বাবা ইসরাফিল এবং ছেলে সাইমন প্রাইভেটকারে করে বাসায় ফিরছিলেন। তারা শান্তিপুর স্কুলের সামনে এসে গাড়ি থেকে নামার পরপরই আগে থেকে ওঁৎপেতে থাকা ছিনতাইকারীরা তাদের কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। একপর্যায়ে ছিনতাইকারীরা দু’জনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সাইমন ঘটনাস্থলেই মারা যান।
লিয়াকত আরো জানান, তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানাতে পারে ইসরাফিলের কাছে ৪০/৪৮ লাখের মতো টাকা ছিল। যা ছিনতাইকারীরা নিয়ে গেছে। ইসারফিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাকার প্রকৃত পরিমাণ জানা সম্ভব হয়নি।