ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

তারেকের শাস্তির দাবিতে জাবি ছাত্রলীগের মানববন্ধন

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২৩, ২০১৪ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

3জাবি প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে মানবন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রাহমান জনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হত্যা মামলার আসামি কুলাঙ্গার তারেক রহমান তার বক্তব্য প্রত্যাহার না করলে বিএনপির কোনো গাড়িকে বিশ্ববিদ্যালয় অতিক্রম করতে দেয়া হবে না। আরিচা মহাসড়কেই তাদের প্রতিরোধ করা হবে।’
সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, ‘তারেকের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। লন্ডনে বসে কাপুরুষের মতো ইতিহাস বিকৃতি করছে।’
এসময় তিনি অবিলম্বে তারেককে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানান এবং বিএনপির আন্দোলনকে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ সোহাগ, মুরসিদদ আকন্দ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সাইফ, সমাজসেবা সম্পাদক মিনহাজুল আবেদীন, উপসমাজসেবা সম্পাদক বশিরুল হক, মীর মোশাররফ হোসেন হল সভাপতি তাইমুর রহমান রাসেল, আল বিরুনি হল সভাপতি মোহাব্বত আমীন শিশির প্রমুখ উপস্থিত ছিলেন।