নিজস্ব প্রতিবেদক : সাভারের হেমায়েতপুরে পরিবেশবান্ধব আধুনিক চামড়া শিল্পনগরীতে জমি বরাদ্দের দাবি জানিয়েছে চামড়া শিল্প সংশ্লিষ্ট দশটি সংগঠন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠন সমবায় কমিটি’র আয়োজনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সরকার চামড়া শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট লেদার অ্যান্ড লেদার গুডস, চামড়া রপ্তানিকারক, চামড়া শিল্পের সঙ্গে জড়িত সংগঠনের হাজার হাজার লোককে বাদ দিয়ে শুধুমাত্র ট্যানারিগুলোকে নতুন চামড়া শিল্পনগরীতে প্লট বরাদ্দ দিয়েছে। আমাদের কমপক্ষে ৫০ একর জমি বরাদ্দ দেওয়া হোক।’
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠন সমবায় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব সুজাউল করিম নিপু, ক্যামিকেল সমবায় সমিতির সভাপতি মাকসুদুর রহমান প্রমুখ।