স্পোর্টস ডেস্ক : পরপর টানা দুই টেস্টে হার। তার উপর দলে ইনজুরির মিছিল। মেলবোর্ন টেস্টে আগে অনেক দুঃসংবাদই সঙ্গী হচ্ছে ভারতীয় দলের। তবে একটা সুখবর অন্তত পেয়েছে ভারতীয় দল। আর তা হলো তৃতীয় টেস্ট খেলার জন্য ফিট শেখর ধাওয়ান।
দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে নামার আগে কব্জিতে চোট পেয়েছিলেন শেখর ধাওয়ান। সেদিন চোট নিয়ে ৮১ রান করলেও তৃতীয় টেস্টে তার মাঠে নামাটা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে চোট কাটিয়ে এখন মাঠে নামার জন্য প্রস্তুত ভারতীয় এই ব্যাটসম্যান। এটা ভারতীয় শিবিরের জন্য সুসংবাদই।
অন্যদিকে কাঁধে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ছিটকে পড়েছেন ভারতীয় অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। সামনেই বিশ্বকাপ, তার আগে জাদেজার মতো একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডারের চোট নিয়ে কোন ঝুঁকিও নিতে চাইছে না ভারতীয় টিম মেনেজমেন্ট। তাই সিরিজের বাকি ম্যাচগুলোতে তাকে দেখা যাবে না দলে।
বিকল্প অবশ্য ঠিক করে ফেলেছে ভারত। জাদেজার পরিবর্তে অস্ট্রেলিয়ায় শেষ দুই টেস্টের জন্য দলে জায়গা পেয়েছেন তরুণ ক্রিকেটার অক্ষর প্যাটেল।