বিনোদন ডেস্ক : বছরের শেষ প্রান্তে এসে দ্বিতীয় বারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী পান্থ কানাই। সোমবার রাজধানীর একটি রেকডিং স্টুডিওতে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবির জন্যে ‘টাকারে টাকারে টাকা’ শিরোনামে গানটির রেকডিং সম্পন্ন হয়েছে।
কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।
‘ব্ল্যাকমানি’র পরিচালক জানান, ছবির গল্পে চিত্রনায়ক সায়মন টাকার পেছনে ছুঁটে বেড়ানো এক যুবক। যে কিনা স্বপ্নের মাঝে ‘টাকারে টাকারে টাকা’ গানটিতে নিজেকে খুঁজে পায়।
এদিকে প্রায় দুই বছর পর অক্টোবর মাসে ‘টার্গেট’ ছবির টাইটেল গানে কণ্ঠ দিয়েছিলেন পান্থ। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনায় ছিলেন আহমেদ হুমায়ুন।
সংগীতাঙ্গনে দীর্ঘ অনুপস্থিতির পর চলতি বছরে থেকে নিয়মিত হবার সিদ্ধান্ত নেন পান্থ কানাই। বর্তমানে তিনি অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস এবং নিজের একক অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন।