বিনোদন ডেস্ক : শেষ হতে চলেছে ২০১৪ সাল। আর কয়েকদিন পরেই নতুন একটি বছরের শুরু হবে। তবে চলতি বছরের অনেক প্রাপ্তি আগামী বছরকে করবে বেগবান। তেমনি এক প্রাপ্তি ঘটেছে বলিউড তারকা রণবীর সিং এর ভাগ্যে। কারণ এ বছর তিনি সেরা ব্যাচেলর নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি এফএইচএম ম্যাগাজিন ২০১৪ সালের জন্যে ‘ব্যাচেলর অব দ্য ইয়ার’ নির্বাচন করেন বলিউড তারকা রণবীর সিংকে। এ উপলক্ষে মুম্বাইয়ে একটি অনুষ্ঠানেরও আয়োজন করে তারা। সেখানে স্বশরীরে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন রণবীর।
পুরস্কার গ্রহণ শেষে উপস্থিত গণমাধ্যমকে রণবীর জানান, তিনি ভীষণ খুশি এমন একটি পুরস্কার তাকে দেয়ায়।
এদিকে রণবীর সিং এর সঙ্গে এই পুরস্কারের দৌঁড়ে ছিলেন সালমান খান, হৃত্বিক রোশন, রণবীর কাপুরের মতো বলিউডের নামকরা তারকারা।