আন্তর্জাতিক ডেস্ক
আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে পারমাণবিক চুক্তি সাক্ষর করেতে যাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। শুক্রবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এই চুক্তি সাক্ষরিত হবে।
অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের এই নতুন চুক্তিটিকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কেননা এর ফলে অস্ট্রেলিয়ার কাছ থেকে সরাসরি ইউরেনিয়াম কিনতে পারবে ভারত। অস্ট্রেলিয়ার কাছ থেকে কেনা ওই ইউরেনিয়াম পারমাণবিক চুল্লিতে ব্যবহার করে বিদুৎ সমস্যার সমাধান অনেক সহজ হবে বলে ধারণা করছে ভারতীয় কর্তৃপক্ষ।
২০১২ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে ইউরেনিয়াম কেনার ব্যাপারে আলোচনা শুরু করে ভারত। কিন্তু ইউরেনিয়াম রপ্তানির ওপর দেশটির নিষেধাজ্ঞা থাকায় সে সময় রাজী হয়নি অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত ভারত শুধুমাত্র বিদুৎ উৎপাদনের কাজে ইউরেনিয়াম ব্যবহারে সম্মত হওয়ায় ইউরেনিয়াম বিক্রির চুক্তি করতে রাজী হয় অস্ট্রেলিয়া।
এর ফলে ১০০ কোটিরও বেশি দেশের মানুষের বিদুৎ চাহিদা পূরণ করা অনেক সহজ হবে মোদি সরকারের পক্ষে। অবশ্য বিজেপি ক্ষমতায় আসার আগেই কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার অস্ট্রেলিয়ার ইউরেনিয়ামের ওপর নির্ভর করেই ২০টি পারমাণবিক বিদুৎ চুল্লি নির্মাণ করে রেখেছিল। অস্ট্রেলিয়ার দেয়া ইউরেনিয়াম ব্যবহার সম্ভব হলে দেশটির বিদুৎ উৎপাদন ব্যাপকভাব বৃদ্ধি পাবে। উদীয়মান এই শক্তিধর দেশটির বিদুৎ উৎপাদনের জন্য প্রধানত কয়লার ওপর নির্ভরশীল।
এদিকে গত সপ্তাহেও জাপান সফরকালে দেশটির সঙ্গে পারমাণবিক চুক্তি করার প্রস্তাব দিয়েছিলেন মোদি। কিন্তু জাপানের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাননি তিনি। তবে টনি অ্যাবটের ইতিবাচক সাড়া আপাতত তাকে ভারমুক্ত রাখতে যথেষ্ঠ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।