বিনোদন ডেস্ক : ‘কিস্তিমাত’ ছবির ব্যাপক সাফল্যের পর পরিচালক আশিকুর রহমান তার তৃতীয় চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন। ‘মিশন আমেরিকা’ নামের নতুন এই ছবির শ্যুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে।
সোমবার বিকেলে রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘মিশন আমেরিকা’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। অ্যাকশন ও থ্রিলারধর্মী গল্প নিয়ে নির্মাণাধীন এই ছবির মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করতে যাচ্ছেন নবাগত শায়ার। এছাড়াও এতে আরও অভিনয় করবেন তমা মির্জা, ইরেশ যাকের, টাইগার রবি ও সাজু খাদেম।
ছবির শ্যুটিং শুরু করা প্রসঙ্গে পরিচালক বললেন, ‘ফেব্রুয়ারি মাসে ছবিটির দৃশ্যধারণ শুরু করব। যেহেতু ছবির নাম ‘মিশন আমেরিকা’ সে কারণে আমরা পুরো ছবির দৃশ্যধারণ করবো যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে।
‘বাংলাদেশের রেইন পিকচার্স ও আমেরিকার রেইনবো মিডিয়ার ব্যানারে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ফয়সাল আজিজ ও ফয়েজুল ইসলাম শাহিন।