লাইফস্টাইল ডেস্ক : বসারঘর বা শোবারঘরের এক কোনে অ্যাকুরিয়ামে রঙিন মাছের ছোটাছুটিতে মন চঞ্চল হয়ে ওঠে। নিতান্তই শখের বশে দেশী বিদেশি নানা জাতের মাছের ঠাই মেলে অ্যাকুরিয়ামে। নিজের ঘরে বসে স্বচ্ছ পানিতে তাদের বিচরণ সত্যিই দৃষ্টি জুড়ায়। ঘরের শোভা বাড়াতে এবং আপনার আনন্দ ধরে রাখতে বেছে নিতে হবে সঠিক আকারের কৃত্রিম এই জলাধার।
মাছের উপযুক্ত কৃত্রিম জলাধার বা অ্যাকুরিয়াম হতে হবে আয়তাকার কিংবা বর্গাকার। তবে বাজারে নানা মাপের গোলাকার অ্যাকুরিয়ামও পাওয়া যায়। গোলাকার অ্যাকুরিয়ামে মাছের চলাচল স্বাচ্ছন্দ্যময় হয় না। বাড়িতে স্থাপনের জন্য একটি অ্যাকুরিয়ামের আকার ১৮ থেকে ৬০ ইঞ্চি পর্যন্ত হওয়া ভালো। মাছ পালনে একেবারে নতুর হলে ২৪, ১২, ১২ বা ৩০, ১৫, ১৫ ইঞ্চি আয়তনের অ্যাকুরিয়াম দিয়ে শুরু করা যেতে পারে। এক্ষেত্রে অ্যাকুরিয়ামের কাঁচ অবশ্যই ভালো মানের দেখে নিতে হবে, যাতে পানির চাপ দীর্ঘদিন সহ্য করতে পারে।
অ্যাকুরিয়ামের পানি ধূলিকণা, ময়লা ও দূষণমুক্ত রাখতে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম বা কাঠ দিয়ে ঢাকনা তৈরি করা যায়। ঢাকনা আলো বা বাতি সংযোজনের জন্য বৈদ্যুতিক প্লাগ লাগাতে হবে। নুড়িপাথর অ্যাকুরিয়ামে মূলসহ উদ্ভিদকে আবদ্ধ রাখে এবং অণুজীবের জন্য বায়োটোন হিসেবে মুখ্য ভূমিকা পালন করে। অনেক নুড়ি পানিতে ধীরে ধীরে গলে যায়। অনেক নুড়িতে দ্রবণীয় ধাতব আকরিক থাকে। এ ধরনের নুড়ি অ্যাকুরিয়ামে ব্যবহার উচিত নয়। স্নেট, গ্রানাইট এবং ব্যাসাল্ট অ্যাকুরিয়ামে ব্যবহার উপযোগী আকরিক।
মাছ পালনের প্রথম এবং প্রধান উপাদান পানি। অ্যাকুরিয়ামে স্বচ্ছ ও বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। তাহলে মাছ রোগমুক্ত থাকবে। অ্যাকুরিয়ামের জন্য সুস্থ সবল মাছ বাছাই করতে হবে। অ্যাকুরিয়ামে পালন উপযোগী মাছের মধ্যে মসকিউট ফিশ, লি কিলিফিশ, ব্লাক মলি, গামবুসিয়া, ব্লক বেলিড লিমিয়া, সোর্ডটেইল, প্লাটি, পাফার, গোরামি, সানফিশ, ক্যাটফিশ, লোচ, পোইসিলিড, লেপোরইনাস, ফাইং ফক্স, রাসবোরা, হারলিকুইন, নাইফ ফিশ, গ্লাস কেট ফিশ, করিডোরাস, হুইফটেইল, পানক হাস্ক, হাফ বিক, পাম কিনসিড, ফিনগার ফিস, আরগাস, লিফফিস, বাডিস, অসকার, অরেঞ্জ কোরোমাইড, গোল্ডেন জুলি, এনজেল, ক্লাইমবিং পার্চ, প্যারাডাইস, রেইনবো ফিশ, পাফার ফিশ অন্যতম। এর মধ্য থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দেরটি।
অ্যাকুরিয়ামের মাছের জন্য আধুনিক প্রক্রিয়াজাত খাবার দেয়াই ভালো। খাবারের বৈচিত্র্যতা মাছ পছন্দ করে। অ্যাকুরিয়ামের স্বাদু পানির মাছের জন্য ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সর্বোত্তম। ঢাকার কাঁটাবন এলাকায় গড়ে ওঠা পশুপাখির মার্কেটে অ্যাকুরিয়ামে দরকারি যাবতীয় জিনিসপত্র কিনতে পারবেন। তাছাড়া ফার্মগেট, শ্যামলী, মতিঝিল ও উত্তরা এলাকা থেকে অ্যাকুরিয়াম ও মাছ পাওয়া যায়। আকার, আয়তন ও মাছের জাতের ভেদে দরদামেও রয়েছে ভিন্নতা।