লাইফস্টাইল ডেস্ক : শীতের এই মৌসুমে হালের ফ্যাশনে যোগ হয়েছে বিভিন্ন রঙের পোশাক। আধুনিক, মার্জিত ও আভিজাত্যের সঙ্গে নিজের স্টাইল আর রুচি প্রকাশে সেসব পোশাক দারুন উপযোগী। তরুণদের এই চাহিদার কথা মাথায় রেখে শীতের অন্যতম পোশাক ব্লেজারে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ব্লেজারের কাপড়, কাটছাঁট, বোতাম, রঙে লেগেছে বৈচিত্র্যের ছোঁয়া। তরুণরাও সেগুলো লুফে নিচ্ছে যত্নের সঙ্গে। ব্লেজারের বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সৈকত ইসলাম।
জমকালো কোনো অনুষ্ঠান বা পার্টি গেটআপেও ব্লেজারের রাজত্ব বরাবরই। ব্লেজারের মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ক্যাজুয়াল ব্লেজারগুলোতে। ব্লেজারের রং ও নকশা যতই সুন্দর হোক না কেন তার ফিটিং ঠিকঠাক না হলে মোটেও ভালো দেখাবে না। কাঁধের কাছে ঝুলে থাকলে এবং মাপে বেশি ঢিলেঢালা হলে চলবে না। বাজার ঘুরে দেখা যায় এসব ক্যাজুয়াল ব্লেজার অর্থাৎ স্টাইলিশ শর্ট বডি ফিটিং ব্লেজারের চাহিদাই বেশি।
বর্তমানে একটু খাটো ঝুলের ব্লেজারের চল। কোমর পর্যন্ত লম্বা ব্লেজারই এখন তরুণরা বেশি পছন্দ করছেন। নিচের দিকে রাউন্ড প্যাটার্ন, এক বোতাম, দুই বোতাম ও চার বোতাম, সব ধরনের ব্লেজারই মিলবে বাজারে। তবে ক্রেতাদের কাছে এক বোতাম এবং বোতাম ছাড়া ব্লেজারের চাহিদাই এবার বেশি। শীত যেহেতু এখন জেঁকে বসেছে তাই গ্যাবার্ডিন, কর্ড এবং সুতির কাপড়ের তুলনায় উল ও চামড়ার ব্লেজারই আরামদায়ক হবে।
দেশের স্বনামধন্য ফ্যাশন হাউজ অঞ্জন’স প্রতিবারের মতো এবারও শীতকে কেন্দ্র করে বাজারে নিয়ে এসেছে বর্ণিল ব্লেজার। ব্লেজারে রঙ, ডিজাইন, কাটিং প্রত্যেকটি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। এদিকে তারুণ্যের জয়ধ্বনিতে মুখরিত ব্যাঙ এই শীতে তারুণ্যের সৌখিনতা ও পছন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে বেশ রুচিশীল ও উৎসব নির্ভর ব্লেজার তৈরি করেছে। ব্যাঙে পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল নানারকম মানানসই ব্লেজার। গ্রিটিংস এবং থাইগ্যালারিতে শিশুদের জন্য এনেছে এক্সক্লুসিভ ডিজাইনের ব্লেজার। শিশুদের ব্লেজারগুলো পাবেন মাত্র ১২০০ থেকে ৩০০০টাকার মধ্যে।
এছাড়াও রেডিমেড ব্লেজার কিনতে আপনি যেতে পারেন ফ্যাশন হাউস ওটু, একস্ট্যাসি, ইয়েলো, স্মার্টেক্স, ওয়েসটেক্স, রিচম্যান, মেনজ ক্লাব, আর্টিস্টি, ফ্রিল্যান্ড, ক্যাটস আই, ইজি, প্লাস পয়েন্ট, তানজিম, স্ট্রিট, ইনফিনিটিসহ বিভিন্ন দোকানে। এছাড়াও পাবেন ঢাকা কলেজের বিপরীতে বদরুদ্দোজা মার্কেট, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক এবং নিউমার্কেটে।
কাপড় পছন্দ করে কিনে অর্ডার দিয়েও ব্লেজার বানাতে পারেন। বাজেট যদি একটু বেশি থাকে, তবে ব্র্যান্ডের কাপড় কিনে ব্লেজার বানাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিনতে হবে রেমন্ড, ইতালিয়ান ভারসেস, ডিক জ্যাম, অ্যালিশান ও ডরমেনি ব্র্যান্ডের কাপড়। কিছুটা সস্তায় সিঙ্গেল ব্লেজার বানাতে চাইলে আপনাকে যেতে হবে টপটেন, বেলমোন্টে, সেশন, সাফারি, স্টার লিং, লান্সে সেশন, লানুভা, ভিনটেজ, ট্রপিক্যাল, লাভিস্তা, গোল্ডস্টোন, স্টার লিং, লাকাট, ডিঅরো রেড অ্যান্ড টেইলার্স। দাম পড়বে ২৪০০ থেকে ৮৫০০ টাকার মধ্যে।