নিজস্ব প্রতিবেদক : কৃষির উন্নয়নে কৃষি শ্রমিকদের অধিকার সংরক্ষণে আইন প্রয়োজন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘কৃষকদের পাশাপাশি কৃষি শ্রমিকদেরও অধিকার সংরক্ষণ করতে হবে। আর এ অধিকার সংরক্ষণে অবশ্যই একটি আইন প্রয়োজন।’
‘বাংলাদেশে কৃষি শ্রমিকদের অধিকার’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (ওশি) এবং বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
কৃষি শ্রমিকদের দক্ষতা উন্নয়নে সরকারের উদ্যোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু কৃষি শ্রমিকদের অধিকার সংরক্ষণ করলেই চলবে না, পাশাপাশি তাদের দক্ষতারও উন্নয়ন প্রয়োজন। আর সেই দক্ষতা উন্নয়নের জন্যও বর্তমান সরকার চিন্তা ভাবনা করছে।’
কৃষি শ্রমিকদের আলাদা পরিচয়পত্রের দাবি প্রসঙ্গে মুজিবুল হক চুন্নু বলেন, ‘কৃষি শ্রমিকদের আলাদা পরিচয় পত্রের প্রয়োজন নেই। কেননা সবারই এখন জাতীয় পরিচয়পত্র রয়েছে। তাই আলাদা করে আইডিকার্ডের কোনো প্রয়োজন নেই। কৃষি শ্রমিকদের প্রণোদনার বিষয়টি অত্যন্ত যুক্তিযুক্ত। তাই এ বিষয়টি নিয়ে সরকার ভেবে দেখবে।’
সেমিনারে বাংলাদেশে কৃষি শ্রমিকদের সমস্যা, অধিকার ও অন্যান্য বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক মোহাম্মদ শহিদ উল্লাহ।
সেমিনারে বক্তারা কৃষিখাতের চলমান দুর্দশা লাঘবে এই খাতে আরো বেশি ভর্তুকি প্রদান, কৃষি শ্রমিকদের সহজ শর্তে ঋণ দেয়া এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
সেমিনারে কৃষি শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণে কর্মক্ষেত্রে স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা, সমকাজে সম মজুরি প্রদান, কৃষি শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ শ্রম আইন প্রণয়ন, ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার প্রদান, জাতীয় ভূমি নীতির হালনাগাদ নিশ্চিত করা, ১৯৮৪ সালের ভূমি সংস্কার অধ্যাদেশ বাস্তবায়ন করা এবং কৃষি শ্রমিকদের খাদ্য, সেবাপ্রাপ্তি, শিক্ষা, ন্যূনতম জীবন মানের অধিকার নিশ্চিত করাসহ প্রান্তিক কৃষকদের মাঝে খাস জমি বরাদ্দের সুপারিশ করা হয়।
ওশি ফাউন্ডেশনের চেয়ারম্যান সাকী রিজওয়ানের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের নির্বাহী পরিচালক এ আর চৌধুরী রিপন, বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (বিএলএফ) চেয়ারম্যান আব্দুস সালাম খান প্রমুখ।