ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

জাবি শিক্ষক সমিতির নির্বাচন সভাপতি খবির উদ্দিন, সম্পাদক মাফরুহী সাত্তার

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২৩, ২০১৪ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

juজাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির ২০১৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার নির্বাচিত হয়েছেন।
সোমবার নির্বাচন কমিশনার অধ্যাপক একেএম আবুল কালাম স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ৩১ ডিসেম্বর শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে আওয়ামী প্যানেল থেকে নয়জন এবং বিএনপি প্যানেল থেকে ছয়জন বিজয়ী হন। সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও অন্য বিজয়ীরা হলেন- সহ সভাপতি নাজমুল আলম, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক আবু দায়েন, যুগ্ম সম্পাদক মুহম্মদ নজরুল ইসলাম ও নির্বাহী সদস্য পদে অজিত কুমার মজুমদার, অসিত বরণ পাল, এসএম বদিয়ার রহমান, রাশেদা আখতার, শামছুল আলম, মোহাম্মদ কামরুল আহসান, শরিফ উদ্দিন, ফরিদ আহমেদ, বশির আহমেদ ও মো. আনোয়ার খসরু পারভেজ নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার অধ্যাপক একেএম আবুল কালাম বলেন, ‘কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়।