বিনোদন ডেস্ক
পর্নস্টার সানি লিওন যখন মূলধারার চলচ্চিত্রে আসে তখন এ উপমহাদেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। কিন্তু সানি লিওন ছাড়াও এমন বেশকিছু বড় অভিনেতা আছেন যারা আগে পর্নস্টার ছিলেন, পরে মূলধারার চলচ্চিত্রে জায়গা করে নেন।
সানি লিওন
ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। তিনি ম্যাক্সিম বিশ্বেসেরা ১০ পর্নতারকার একজন হিসেবে নির্বাচিত হন ২০১০ সালে। পরবর্তীতে ২০১২ সালে বলিউডে আত্মপ্রকাশ হয় পূজা ভাটের জিসম-২ যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রে এবং বর্তমানে কাজ করেন বলিউডে। এটাই এখন সানি লিওনের সাদাসিধে পরিচয়।
ক্যামেরুন ডিয়াজ
নিজের অভিনয়-পারফরমেন্সের মাধ্যমে অনেক আগেই কোটি দর্শকের হৃদয় জয় করতে সক্ষম হয়েছেন হলিউড অভিনেত্রী ক্যামেরুন ডিয়াজ। ‘ব্যাড টিচার’ ও ‘দেয়ার ইজ সামথিং অ্যাবাউট ম্যারি’ চলচ্চিত্র দিয়ে সামনের সারিতে আসেন এ অভিনেত্রী। কিন্তু জানেন? হলিউডে সুপার স্টার হওয়ার আগে এই অভিনেত্রী অনেকগুলো অ্যাডাল্ট চলচ্চিত্রে অভিনয় করেছেন।
আরনল্ড শোয়ার্জেনেগার
বলিউডের ‘টার্মিনেটর’ খ্যাত তারকা আরনল্ড শোয়ার্জেনেগার। পেশাদার বডিবিল্ডার হিসেবেও তার নামডাক অনেক। তবে অবিশ্বাস্য হলেও একসময় পর্নস্টার হিসেবে জীবিকা অর্জন করতেন শোয়ার্জেনেগার। ২০১২ সালে শোয়ার্জেনেগারের সঙ্গে ২৫ বছরের দাম্পত্যের ইতি টানেন মারিয়া শ্রিভার।
শু কি
‘ট্রান্সপোর্টার’র মতো জনপ্রিয় ছবির এই অভিনেত্রী একসময় পর্নস্টার হিসেবেই বেশি পরিচিত ছিলেন। এমনকি নাম করা পর্ন অভিনেত্রীর তালিকায় প্রথম দিকেই তার নামটি রয়েছে।
জ্যাকি চ্যান
এই অ্যাকশন স্টার হং কং অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে সত্তুর দশকের মাঝামাঝি অভিনয় করতেন। তার অভিনীত পর্ন ছবি ‘অল ইন দ্য ফ্যামিলি’ তখনকার দিনে বেশ ফেমাস ছিল। এছাড়াও ‘এন্ডরেসকু’ নামের পারিবারিক ঘটনা ভিত্তিক পর্ন ছবি তখন হংকংয়ের বাজারে মুক্তি পায়।
ট্রেসি লর্ড
বিশ্ব কাঁপানো কয়েকজন পর্নস্টারের মধ্যে সবর্প্রথম যার নাম আসে তিনি হলেন মার্কিন নাগরিক ট্রেসি লর্ড। কিশোরী বয়েস থেকেই অনেক পর্ন ছবিতে অভিনয় করেন ট্রেসি। যদিও পরে হলিউডে সফল অভিনেত্রীদের মধ্যে একজন তিনি।
সিলভেস্টার স্ট্যালোন
‘র্যাম্বো’ খ্যাত অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন ১৯৭০ সালে পর্ন ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটির নাম ছিল ‘দ্যা পার্টি কিট্টি অ্যান্ড স্টাডস’। ওই ছবির জন্যে তিনি দুইদিন শুটিং করেছিলেন। যেহেতু তিনি তখন নতুন মুখ তাই তাকে পারিশ্রমিক হিসেবে দেয়া হয়েছিল মাত্র দুইশ মার্কিন ডলার।
প্রিয়া অঞ্জলি রাই
২৯ বয়সে পর্নোগ্রাফিক ছবিতে আত্মপ্রকাশ করেন প্রিয়া অঞ্জলি রাই। তবে তার আগে তিনি ছিলেন একজন মডেল। লাইফস্টাইল পত্রিকা কমপ্লেক্স তাকে ১৯ নম্বর স্থানে রেখেছে ‘বর্তমানে টপ ১০০ হটেস্ট পর্নস্টার’ এর তালিকায়। আর ৩২ নম্বরে রেখেছে তাদের ‘সর্বকালের টপ ৫০ সুন্দরী পর্নস্টার’ এর তালিকায়। ৩৫ বছর বয়সী খাঁটি ভারতীয় প্রিয়ার জন্ম দিল্লিতে। ২ বছর বয়স থেকে বড় হয়েছেন যুক্তরাষ্ট্রে। ২০০৮ থেকে এপর্যন্ত মোট ৮৬টি অ্যাডাল্ট ছবিতে অভিনয় করেছেন প্রিয়া। পেয়েছেন বেশ কিছু অ্যাওয়ার্ডও। এবার ভারতের প্রথম ৪ডি হরর থ্রিলার ‘বিয়ন্ড দ্য ট্রুথ’ ছবিতে দেখা যাবে এই জনপ্রিয় পর্নস্টারকে।
সামান্থা ফক্স
বাপ্পী লাহিড়ীর সুরে ‘ট্রাফিক জ্যাম’ ছবিতে গান গেয়ে উপমহাদেশে বেশ পরিচিতি লাভ করেছেন পপ সেনসেশন সামান্থা ফক্স। কিন্তু পপ স্টার হওয়ার আগে অনেক পর্ন ছবিতে অভিনয় করে আধুনিক দুনিয়ায় বহুল পরিচিত তিনি।