নিজস্ব প্রতিবেদক : মোমবাতি জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন তিন সহোদর ভাইবোন।
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পাড় গেণ্ডারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলো- মো. শাহিন (২৫), তার দুই বোন আছিয়া বেগম (১৭) ও তাসলিমা আক্তার (১৫)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। পার্শ্ববর্তী গ্যাসের লাইন থেকেই এ অগ্নিকাণ্ডের উৎপত্তি বলে ধারণা করছে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে আবু বকর সিদ্দীক বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি ওই ঘরের পাশ দিয়ে যে গ্যাসের লাইনটি গিয়েছে, তাতে ছিদ্র থাকতে পারে। কারণ এবছরের ২০ আগস্ট ওই ঘরেই মশার কয়েল জ্বালাতে গিয়ে আগুনে পুড়ে যান একই পরিবারের পাঁচ সদস্য। তাদের মধ্যে তিনজন মারা যান।’
ঘটনার বর্ণনায় আবু বকর সিদ্দিক জানান, শাহিন রাজমিস্ত্রির কাজ করেন। দুই মাস আগে তিনি তার দুই বোনকে নিয়ে এই বাসা ভাড়া নেন। ভোরে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে মোমবাতি জ্বালাতে গেলে ঘরে আগুন লেগে যায়।
অগ্নিদগ্ধ শাহিনের প্রতিবেশীদের ভাষ্য, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। ভোরবেলা হঠাৎ বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। পরে দরজা খুলে দেখি শাহিনের ঘরে আগুন জ্বলছে। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।’ পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছেন। তাদের গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর থানার চরগোবিন্দপুর এলাকায়।