নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি, ক্ষমতায় এসেছি। আর রক্তের বিনিময়ে খালেদা তারেককে সমুচিত জবাব দেয়ার সময় এসেছে।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদে এ আলোচনা সভার আয়োজন করে ‘জয়বাংলা মুক্তিযুদ্ধা লীগ’।
মায়া বলেন, ‘সময় এসেছে জবাব দেয়ার। আর চুপ করে বসে থাকলে হবে না। রক্তের বিনিময়ে খালেদা-তারেককে সমুচিত জবাব দিতে চাই। তাদের কতটুকু জোর-ক্ষমতা আমরা দেখতে চাই। টেলিভিশনে বসে মিথ্যাচার? আপনাদের (বিএনপি) আছে টেলিভিশন আর আমাদের আছে জনগণ।’
তিনি বলেন, ‘শেখ হাসিনাকে হত্যা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। একবার নয়, দুই বার নয়, ১৯ বার শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছে খালেদা জিয়া ও তার ছেলে। এখনও ষড়যন্ত্র চলছে। তাদের এই ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া তার ছেলেকে বাধা না দিয়ে উস্কানি দিচ্ছে, বাহবা দিয়ে আরও উচ্চকণ্ঠে মিথ্যাচার করছে। এই ষড়যন্ত্রের জন্য মা-ছেলে দুজনই দায়ী। নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছেন।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা বলি ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস। আর তারা নাকি ওইদিন ঢাকা শহর দখল করবে। আপনারা পড়া-মহল্লা ও অলিগলিতে ঘোষণা করে দেন এইদিন মাঠে থাকতে হবে।’
তিনি বলেন, ‘পরিষ্কার ঘোষণা দিতে চাই, এই ঢাকা মুক্তিযোদ্ধা ও শন্তিকামী মানুষের শহর। আল-বদর আর রাজাকারদের যায়গা এই শহরে হবে না। যারা এই রাজাকারদের সহযোগিতা করে তাদেরও (বিএনপি) ঢাকা শহরে দাড়াঁতে দেয়া হবে না। ঢাকা শহর থাকবে শেখ হাসিনার কর্মীদের দখলে।’
এসময় তিনি আরো বলেন, ‘হাতে থাকবে কি? যার যেডা আছে, তা নিয়েই থাকতে হবে।’
জয়বাংলা মুক্তিযোদ্ধালীগের সভাপতি নিজামুদ্দিন তালুকদারের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা আব্দুর রশিদ, আব্দুল হক সবুজ, জামাল উদ্দিন প্রমুখ।