নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বকশিবাজারে সংঘর্ষ, এমপি ছবি বিশ্বাসের ওপর হামলাসহ গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নগদ অর্থ ও মোবাইল চুরির অভিযোগে চকবাজার ও শাহবাগ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ যুবদলের ৯৯ নেতাকর্মীকে আসামি করা হয়। এছাড়া এ মামলায় অজ্ঞাত আরো অন্তত ১০০ জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।
চকবাজার থানার ওসি (তদন্ত) ইলিয়াস হোসেন এবং শাহবাগ থানার ওসি (তদন্ত) হাবিল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস জানান, পুলিশের ওপর হামলা, কর্তব্য কাজ বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ ৭৬ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন।
অপরদিকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় আরেকটি মামলা করা হয়। এ মামলার সত্যতা নিশ্চিত করেন শাহবাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবিল।
তিনি জানান, এমপি ছবি বিশ্বাসের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ, নগদ টাকা চুরির অভিযোগে দায়ের করা মামলায় ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও এই মামলায় অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। মামলাটিতে ছবি বিশ্বাসকে হত্যা চেষ্টারও অভিযোগ আনা হয়। এখন পর্যন্ত এই মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এই মামলার বাদী নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী।
উল্লেখ্য, বুধবার জিয়া আরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার হাজিরা দিতে বকশিবাজার এলাকায় আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের চেয়ারপারসনের আগমানকে কেন্দ্র করে সকাল থেকেই ওই এলাকায় অবস্থান নেয় ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সগযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় ছাত্রলীগকর্মীরা সেখানে মিছিল নিয়ে এসে বিএনপি নেতাকর্মীদের ওপর চড়াও হয়। মুহূর্তেই এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে বকশিবাজার, চানখারপুলসহ টিএসসি এলাকায়।
পরে বিএনপিকর্মীদের হামলায় ঢাকা মেডিকেলের সামনে আহত হন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ছবি বিশ্বাস। তার গাড়িটিও পুড়িয়ে দেয়া হয়। পরে গাড়ি পোড়ানোর ঘটনায় আফজাল হোসেন (২২) নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সারোয়ার আলম।