নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনের শ্যালা নদীতে গত ২০ ডিসেম্বর তেলবাহী ট্যাংকার ডুবির ঘটনায় সেখানে পরিবেশ ও জীববৈচিত্রের ক্ষয়ক্ষতি নিয়ে তদন্ত করেছে বিএনপি। গতকাল বুধবার রাতে তদন্ত কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে জমা দিয়েছে। আগামীকাল শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বেলা ১১টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’ এদিকে সুন্দরবনের শ্যালা নদীতে গত ২০ ডিসেম্বর তেলবাহী ট্যাংকার ডুবির ঘটনা সরকারের ‘ইচ্ছাকৃত’ বলে ইতোমধ্যে মন্তব্য করেছে বিএনপি।
গত ২২ ডিসেম্বর দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক পানিসম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত দলের অন্যরা হলেন- পরিবেশ আন্দোলনের নেতা ড. শেখ ফরিদুল ইসলাম, পরিবেশ বিষয়ক সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বাগেরহাট জেলা সভাপতি আবদুস সালাম ও খুলনা জেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মনা।
কমিটির সদস্যরা সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি এবং পরিবেশ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।