স্পোর্টস ডেস্ক : আর মাত্র ১৮ দিন বাদে ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব ২০১৪ ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
তার আগে ক্রিশ্চিয়ানো রোনালদো ভক্তদের জন্য দারুণ এক সুসংবাদ বয়ে আনলো ইংল্যান্ডের বিখ্যাত দৈনিক ‘দ্য গার্ডিয়ান’। লন্ডন ভিত্তিক এই দৈনিকটির নির্বাচক প্যানেলের বিচারে বছরের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসিকে বড় ব্যবধানে পেছনে ফেলে সেরার আসন দখল করেন রিয়াল মাদ্রিদ আইকন।
গার্ডিয়ানের র্যাংকিংয়ে গেল দুই বছর দ্বিতীয় স্থানে থাকা রোনালদো এবার সবাইকে স্পষ্ট ব্যবধানে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছেন। তালিকায় দারুণ অগ্রগতি করেছেন জার্মানির ম্যানুয়েল ন্যুয়ার ও থমাস মুলার। গেল কয়েক বছরে নির্বাচকদের অটোমেটিক চয়েস ছিলেন মেসি। কিন্তু এবার মাত্র ১২ শতাংশ ভোট পেয়েছেন আর্জেন্টাইন তারকা। ৭৪ শতাংশ ভোট পেয়ে সবার আগে রোনালদো। আট শতাংশ ভোট পেয়েছেন ম্যানুয়েল ন্যুয়ার, ৪ শতাংশ থমাস মুলার, ১ শতাংশ পল পগবা এবং ১ শতাংশ আরিয়েন রোবেন।