স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের সেমিফাইনালে সেলেসাওদের ব্যর্থতার দিনে নেইমার ছিলেন অনুপস্থিত। তার আগ পর্যন্ত দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছিলেন নেইমার ডি সিলভা। ব্রাজিলিয়ানদের সাথে সাথে অনেকের বিশ্বাস নেইমার থাকলেই হয়তো ঘটনাটা ভিন্ন হতে পারত। লুই ফিলিপ স্কলারির বিদায়ের পর দ্বিতীয়বারের মতো ব্রাজিল দলের দায়িত্ব পেয়ে কার্লোস দুঙ্গাও ভরসা রাখছেন এই তরুণ ব্রাজিলিয়ান জিনিয়াসের উপরই। আর সেকারণেই থিয়েগো সিলভার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্বটা তিনি চাপাচ্ছেন নেইমার দ্যা সিলভা সান্তোসের ঘাড়েই।
শুক্রবার মায়ামিতে বিশ্বকাপের পর কার্লোস দুঙ্গার অধীনে প্রথম মাঠে নামবে ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে সেই প্রীতি ম্যাচে নেইমারকেই অধিনায়ক হিসেবে নির্বাচন করেছেন দুঙ্গা। বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করে জানান ব্রাজিল বস কার্লোস দুঙ্গা।
নাপোলির বিপক্ষে পিএসজির প্রীতি ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হন থিয়েগো সিলভা। পায়ের সেই ইনজুরির কারণেই কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে পারবে না ব্রাজিলের অধিনায়ক। আর সেই শূন্যতা পূরণের কাজটা করতে হবে বার্সেলোনা স্টার নেইমারকে।
নেইমার দীর্ঘ দিন যাবত ব্রাজিলের সেরা তারকা হিসেবে মাঠ কাঁপাচ্ছেন। তার ফুটবল প্রতিভা নিয়ে তাই কোন দ্বিমত নেই। তবে নেতৃত্ব দেয়ার কাজটা কেমন করতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। শুক্রবার সেই বিষটির দিকে হয়তো নজর থাকবে নেইমার ভক্তদের।