ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের সভামঞ্চে সংঘর্ষ, ছুরিকাহত ৩

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২৬, ২০১৪ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

Knifবগুড়া প্রতিনিধি : বগুড়া শহরে আওয়ামী লীগের আঞ্চলিক কমিটি গঠন অনুষ্ঠানমঞ্চে নাচ গানকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এসময় তিনজন ছুরিকাহতসহ আহত হয়েছে অন্তত ১০ জন।
বৃহস্পতিবার দিনগত রাতে শহরের পালশা মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা দুটি বার্মিজ চাকু উদ্ধার করেছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরের ১৫ নং ওয়ার্ডের পালাশা মধ্যপাড়ায় আওয়ামী লীগের আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলালের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকার কথা ছিল। কিন্তু তিনি উপস্থিত না হওয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রামানিকের উপস্থিতিতে রাত ৮টার দিকে আঞ্চলিক কমিটি গঠন করা হয়। পরে সেখানে খাওয়া-দাওয়া ও নাচগানের আয়োজন করা হয়।
রাত ৯টার দিকে মঞ্চে নাচ গানের অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগ নেতা গফুর প্রামানিকের ছেলে পলাশসহ কয়েকজন যুবক মঞ্চে উঠে মেয়েদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এনিয়ে প্রথমে হট্টগোল শুরু হয়। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়।
সংঘর্ষে পালশার রফিকুল ইসলাম অপুর ছেলে মিজানুর রহমান ওরফে খোকন (২৫), আলম হোসেনের ছেলে কলেজছাত্র আকরাম হোসেন (১৮) এবং লিখন (১৬) নামে তিনজন ছুরিকাঘাতে আহত হয়। এছাড়া লাঠিসোটার আঘাতে অরো অন্তত সাতজন আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষে জড়িতরা পালিয়ে যায়।
বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) শাহ আলম জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। ছুরিকাহত দুজন শজিমেকে চিকিৎসাধীন রয়েছে। গ্রেপ্তারের ভয়ে অন্যরা অন্যত্র চিকিৎসা নিয়েছে।