নিজস্ব প্রতিবেদক : খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা নিজামুদ্দিন মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। শুক্রবার বিকেলে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে বিকেল পৌনে ৫টার দিকে খেলাফত মজলিসের ৫ম অধিবেশন চলাকালে অজ্ঞান হয়ে পড়েন মাওলানা নিজামুদ্দিন। এর কিছুক্ষণ আগেই তিনি অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন।
দলটির মহাসচিব মাহফুযুল হক বলেন, তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে একাধিকবার স্ট্রোক করেছেন। তাকে এখন হাসপাতালে নেয়া হয়েছে।
কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক আতাউল্লাহ আমিন বলেন, ‘প্রথমে তাকে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। অবস্থা খারাপের দিকে গেলে সেখান থেকে বারডেম হাসপাতালে নেয় হয়। সেখানেই তিনি মারা যান।’
তার গ্রামের বাড়ি হবিগঞ্জ। সিলেটে গওহরপুরের একটি মাদরাসার প্রিন্সিপাল ছিলেন তিনি। মাওলানা নিজামুদ্দিন হেফাজতে ইসলামেরও কেন্দ্রীয় নেতা।