সিরাজগঞ্জ প্রতিনিধি
সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে ভুক্তভোগী উদ্ধার কাজে পুলিশকে বাধা দেয়ার সময় পুলিশের ছোড়া রাবার বুলেট বিদ্ধ হয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও এক শিশু।
গুলিবিদ্ধরা হলেন, ছোনগাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল হাবিব ইমন (৩২) ও আমিনপুর গ্রামের মকবুল হোসেনের শিশু কন্যা সুমাইয়া (৩)।
শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার আমিনপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দুইটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের দত্তবাড়ি পরকিয়া প্রেম ঘটিত কারণে গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মিলনকে আটক করে রাখে আমিনপুর গ্রামবাসি। মিলনের পরিবারের অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুর দুইটার দিকে পুলিশ মিলনকে উদ্ধারের জন্য সেখানে গেলে ইউনিয়ন যুবলীগ সভাপতি ইমনসহ স্থানীয়রা বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করলে ইমন ও সুমাইয়া গুলিবিদ্ধ হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুলিবিদ্ধ দুই জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ‘মানুষের জটলা থামাতে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছিল। তবে কেউ গুলিবিদ্ধ হওয়ার খবর পাইনি।’