নিজস্ব প্রতিবেদক
চ্যানেল আইয়ের ইসলামি অনুষ্ঠানের উপস্থাপক নূরুল ইসলাম ফারুকীকে একাত্তরের পরাজিত শত্রুরা হত্যা করেছে বলে দাবি করেছে সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ নামে একটি সংগঠন।
শুক্রবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা এমন দাবি করেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘যারা অহিংস রাজনীতি বিশ্বাস করে না, একাত্তরের পরাজিত শত্রু, যারা মিলাদ, কিয়াম, নবী, অলি, গাউস, কুতুব এবং সুফিজমে অবিশ্বাসী তারাই পরিল্পনা করে নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছে।’
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে ১৬ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভার মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহতার দিকে যাবে।’
সংগঠনের চেয়ারম্যান আবদুস ছাত্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন হাফেজ মোস্তফা চৌধুরী, হাফেজ আবদুল খালেক চানবী, আবদুল জব্বার প্রমুখ।