বিনোদন ডেস্ক : যাক তাহলে শেষ পর্যন্ত শাকিব বুঝতে পারলেন তার বয়স বাড়ছে এবং শরীরও বেড়েছে। তাই তো এই ঢালিউড কিং এখন সিদ্বান্ত নিয়েছেন নিজের মেদ কমানোর। জিরো ফিগারের এই বাজারে মেদ না কামালে কি আর উপায় আছে? প্রতিদিনই নতুন নতুন প্রতিযোগী তৈরি হচ্ছে কিং খানের। আসছে মেদহীন নতুন মুখ।
নবাগত অভিনেতাদের সঙ্গে প্রতিযোগীতায় ঠিকে থাকতে হলেও দরকার ভালো ফিগার। শোনা যাচ্ছে, শাকিব খানের দৈহিক উচ্চতার চেয়েও তার ১৭ কেজি ওজন বেশি আছে। তাই তিনি এই অতিরিক্ত মেদ শরীর থেকে ঝেড়ে ফেলতে চান। মেদ কমানোর কাজও শুরু করেছেন তিনি। শিগগিরই শাকিব অতিরিক্ত মেদ কমিয়ে পুরো ফিট হয়ে হাজির হবেন পর্দায়।
এদিকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পী সমিতির নির্বাচন। এ নির্বাচনে সভাপতির পদে লড়াই করতে যাচ্ছেন তিনি। অনেকেই বলছেন নির্বাচন করতে গিয়ে এমনিতেই শাকিবের মেদ কমে যাবে। এবার জিততে হলে শাকিবকে একটু বেশিই পরিশ্রম করতে হবে।