নিজস্ব প্রতিবেদক : বকশিবাজারের ঘটনায় চকবাজার থানার মামলায় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এর আগে চকবাজার থানার ওসি (তদন্ত) ইলিয়াস হোসেন রোববার আলালকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ সেখের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, শনিবার রাত পৌনে ১২টার দিকে আলালকে তার মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করে থানা ও গোয়েন্দা পুলিশ।
গত বুধবার দুর্নীতি মামলার হাজিরা দিতে বকশিবাজার এলাকায় আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আগমানকে কেন্দ্র করে সকাল থেকেই ওই এলাকায় অবস্থান নেয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সগযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় ছাত্রলীগকর্মীরা সেখানে মিছিল নিয়ে এসে বিএনপি নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এতে মুহূর্তেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে বকশিবাজার, চানখারপুলসহ টিএসসি এলাকায়।
পরে বিএনপিকর্মীদের হামলায় ঢাকা মেডিকেলের সামনে আহত হন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ছবি বিশ্বাস। তার গাড়িটিও পুড়িয়ে দেয়া হয়।
ওই ঘটনায় সংঘর্ষের ঘটনায় চকবাজার থানায় মামলা করে পুলিশ। আর ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় মামলা হয় শাহবাগ থানায়।
চকবাজারের থানার মামলায় আলালকেও আসামি করা হয়।