ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

গুমে জড়িতদের বিচার করা হবে

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২৮, ২০১৪ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

fakhrulনিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারকে মানবতাবিরোধী অপরাধে দায়ী করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ প্রতিটি গুম-খুনের জন্য শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। গুমের সঙ্গে জড়িতদের বিচার করা হবে।’
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সিঙ্গাপুর বিএনপি ও এর অঙ্গ সংগঠন আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে-পরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নিখোঁজ ২৪ নেতাকর্মীর পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়।
মির্জা ফখরুল বলেন, ‘ কয়েক বছর ধরে নিদারুণ কষ্টে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। অতীতে এ ধরণের পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। বর্তমান সরকার একতরফা ৫ জানুয়ারির নির্বাচন করতেই তরুণ ছেলেদের গুম করেছে।’
সিঙ্গাপুর বিএনপির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামন রিপন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ বক্তৃতা করেন।