চাঁদপুর প্রতিনিধি : ফরিদগঞ্জের ১১নং পূর্ব চরদুখিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন নিয়ে দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণ, হামলা পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয় ভোটকেন্দ্র। এতে উভয়পক্ষের অন্তত ছয় জন আহত হয়েছেন।
রোববার উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব নির্ধারিত সময় অনুসারে রোববার সকাল ৮টা থেকে চরদুখিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য পদে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছিল। সকাল ১১টার দিকে হঠাৎ দুই প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুইপক্ষের সমর্থকরা অন্তত আটটি ককটেল বিস্ফোরণ ঘটায়। দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ উভয়পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রিজাইডিং অফিসার মো. আবদুল গণি জানান, সংঘর্ষ চলাকালে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। ঘটনাস্থল থেকে বিল্লাল হোসেন (৩৫) নামে এক জনকে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, দুই ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। এখন সার্বিক পরিস্থিত প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। ইউপি সদস্য সরকারি চাকরিতে যোগদান করায় ওয়ার্ডটিতে উপ-নির্বাচন হচ্ছে।
উল্লেখ্য, ৩নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে মো. সিরাজ মিয়া গাজী মোরগ এবং আরিফ হোসেন ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।