আবুল হায়াত বাচ্চু, সাভার : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) তিন দিন ব্যাপী দ্বিতীয় সাউথ এশিয়ান গুজ-রীও কারাতে চ্যাম্পায়ানশিপ ২০১৪ উদ্ধোধন করা হয়েছে ।
দুপুরে আশুলিয়ায় বিকেএসপি’র জিমনেসিয়াম হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দ্বিতীয় সাউথ এশিয়ান গুজ-রীও কারাতে চ্যাম্পায়ানশিপ খেলা উদ্ধোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি ।
তিন দিন ব্যাপী দ্বিতীয় সাউথ এশিয়ান গুজ-রীও কারাতে চ্যাম্পিায়ানশিপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানসহ পাঁচ দেশের মোট ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন।
এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী সাউথ এশিয়ান গুজ-রীও কারাতে চ্যাম্পায়ানশিপে অংশগ্রহণকারী বাংলাদেশসহ সকল দেশের খেলোয়ারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিকেএসপি’র মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এমাদুল হক। এছাড়া সাউথ এশিয়ান গুজ-রীও কারাতে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট খালেদ মুনসুর চৌধুরী, রেজাউল ইসলাম, বিকেএসপি ও কারাতে ফেডারেশনের উর্ধ্বেতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।