ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

এবার মুশফিকদের টেস্ট পরীক্ষা

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৫, ২০১৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

মুশফিক ও নাসির {focus_keyword} এবার মুশফিকদের টেস্ট পরীক্ষা bd test e1409859332607

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত।  তিন দিনের প্রস্তুতি ম্যাচে ড্র। এরপর আজ শুক্রবার থেকে সেন্ট ভিনসেন্টে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে নামবে মুশফিকরা।

সফরের তিন দিনের প্রস্তুতি ম্যাচে মুশফিক ও নাসিরের দুই সেঞ্চুরিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। নিষ্প্রাণ ব্যাটিং উইকেটেও তিন বোলারের তিনটি করে উইকেটের সঙ্গে দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল-শামসুর রহমানের ভালো শুরু টেস্ট মুশফিকদের আত্মবিশ্বাসের উৎস হয়ে থাকবে।  সেক্ষেত্রে সেন্ট কিটস ও নেভিসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ অর্জিত সাহসের মাদুলি নিয়েই টেস্ট খেলতে নামবে মুশফিকের দল।

প্রস্তুতি ম্যাচ শেষে টেস্ট সিরিজ নিয়ে মুশফিক বলেন,‘প্রস্তুতি ম্যাচের ব্যাটিং ও বোলিং নিয়ে আমি সন্তুষ্ট। অনেক দিন ধরে আমরা টেস্ট খেলি না। সেদিক থেকে উন্নতির কিছু জায়গা তো আছেই। তবে আমরা তিন দিন মাঠে ছিলাম এবং ব্যাটসম্যানরা কমবেশি ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে, এটাই আমাদের জন্য আত্মবিশ্বাসের জায়গা।’ তাছাড়া প্রস্তুতি ম্যাচে যাই হোক, টাইগার অধিনায়ক টেস্ট সিরিজ ড্র করতে মরিয়া।

মুশিফিকুর রহিম বলেন,‘ওয়ানডে ম্যাচগুলোতে অনেক ভালো কিছু করার সুযোগ ছিল। চেষ্টা করব সে রকম সুযোগ আবারও তৈরি করতে এবং সেটা কাজে লাগাতে। এটা আমাদের মূল লক্ষ্য। ব্যক্তিগতভাবে দুই টেস্টেই ড্র করার ইচ্ছা আছে আমাদের।’ এছাড়া তিনি বলেন,‘ওয়েস্ট ইন্ডিজকে এর আগে দু-বার অলআউট করেছিলো আমাদের বোলাররা। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও যদি আমরা ভালো করতে পারি তাহলে টেস্টে ভালো কিছু করা সম্ভব। তবে আমার মনে হয় ওদের যে রকম বোলিং আক্রমণ, দুই টেস্টেই ভালো করার সামর্থ্য আমাদের ব্যাটসম্যানদের আছে। আমি চাইব সবাই যেন অন্তত সেই চেষ্টাটা করে।’

প্রস্তুতি ম্যাচে শিবনারায়ণ চন্দরপলের ব্যাটিং নিয়ে মুশফিক বলেন,‘চন্দরপল নিয়ে বিশেষ পরিকল্পনা ছিল, আরও কিছু পরিকল্পনা আছে। অবশ্যই চেষ্টা করব তাকে যতেোটা সম্ভব তাড়াতাড়ি ফেরাতে। শুধু আমরা না, বিশ্বের সব দল সব সময়ই তাকে নিয়ে ভাবে।’ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এখন পর্যন্ত ১০টি টেস্ট খেলেছে টাইগাররা। যার মধ্যে দুটিতে জয় ও দুটিতে ড্র ছাড়া বাকি ছয় ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সর্বশেষ নিজের মাঠে ২০১২ সালে দুটি টেস্টেও জিততে পারেনি মুশফিকরা। কিন্তু তাতে কি? এবারের টেস্ট ম্যাচটি যে স্বাগতিকদের মাঠে। বাংলাদেশের অধিনায়ক জয় নয়, অন্তত ড্র করতে চান এমন ঘোষণা দিয়ে রেখেছেন। এর পেছনে অবশ্য কারণও রয়েছে। ২০০৯ সালের সেই সোনালী দিনের স্মৃতি গুলো নাকি মুশফিকদের শক্তির যোগাবে!

অবশ্য সে যাই হোক, এখন মুশফিকদের ক্রিকেটের দিনগুলো মোটেও ভালো যাচ্ছে না। ঘরের মাঠে ধারাবাহিক ব্যর্থতা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে এসে ওয়ানডে সিরিজে হারের ক্ষত। সুতরাং আজ শুরু হতে চলা টেস্টটা মুশফিকদের জন্য খুব সহজ হবে না। এটা ভালো করেই জানেন তামিমরা। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ টেস্ট নিয়ে বলেন,‘আমাদের লক্ষ্য টেস্ট সিরিজ ড্র করা। আপাতত ড্রয়ের জন্যেই খেলতে হবে। জয়ের আশা করে হারের চেয়ে ড্র অনেক বড়।’