ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আদিবাসী ও বাঙ্গালি কেউই শান্তিতে নেই

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২৮, ২০১৪ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

1নিজস্ব প্রতিবেদক : সম্প্রীতি মঞ্চের সভাপতি অধ্যাপক অজয় রায় বলেছেন, পার্বত্য চট্টগ্রামে আদিবাসী ও বাঙ্গালি কেউই শান্তিতে নেই। শান্তিচুক্তি বাস্তবায়নে শেখ হাসিনাকে পদক্ষেপ নিতে হবে, না হলে পাহাড়ি এলাকায় অশনি অবস্থা সৃষ্টি হবে।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে বিজয় দিবসে রাঙ্গামাটির নানিয়ারচরের বগাছড়ি এলাকায় ‘বাঙালি সেটলার কর্তৃক পাহাড়িদের উপর পরিকল্পিত হামলা, অগ্নিসংযাগ ও ষড়যন্ত্র’ বিষয়ে নাগরিক প্রতিনিধি দলের ঘটনাস্থল পরিদর্শনোত্তর এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘শান্তিচুক্তি বাস্তবায়ন করা না হলে আগামী এপ্রিল মাসের পর আন্দোলনে যাবেন বলে উল্লেখ করেছেন সন্তু লারমা। তারা প্রথমে অহিংস পরবর্তীতে সহিংস আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আমরা বগাছড়িতে পৌঁছালে আদিবাসী চাকমারা আমাদের বলেন বিজয় দিবসের দিন সেনাবাহিনীর সহযোগিতায় বাঙ্গালিরা আমাদের দোকানপাট ও বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আর কয়েকজন বাঙ্গালি যুবক অভিযোগ করেন পাহাড়িরা তাদের আনারস বাগান ধ্বংস করে দিয়েছে।’
বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘যারা আদিবাসীদের ঘরবাড়ি পুড়িয়ে তাদের অসহায় অবস্থার মধ্যে ফেলেছে। অবিলম্বে তাদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে আর গান্ধীবাদী আন্দোলন নয়, সহিংস আন্দোলন গড়ে তোলা হবে।’
পার্বত্য চট্টগ্রাম আন্তর্জাতিক কমিশনের সদস্য খুশী কবীর বলেন, ‘শুধু আদিবাসীরা নয়, পার্বত্য চট্রগ্রামে বসবাসকারী বাঙ্গালিরাও খুব আরামে নেই। রাজনৈতিক কারণে তাদের এখানে জায়গা দেয়া হয়েছে, তারা পরিস্থিতির স্বীকার। তবে সেখানে অবস্থানরত সেনাবাহিনী ও বিজিবির ভূমিকা নিরপেক্ষ হওয়া উচিত। পাবর্ত্য চট্টগ্রামে শান্তি আনতে হলে শান্তিচুক্তি বাস্তবায়নের বিকল্প নেই।’
সংবাদ সম্মেলনে ‍লিখিত বক্তব্য উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাজীব মীর। আদিবাসী সংগঠক দীপায়ন খীসা’র সঞ্চালনায় এসময় আলোচনা করেন ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টচার্য, লেখক ও গবেষক মমতাজ লতিফ , বাংলাদেশ ওয়ার্কাস পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, চলচ্চিত্র নির্মাতা রাশেদ রাইন, ঢাবি অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ।