ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

পানির ট্যাংক ধসে ২ জনের মৃত্যু

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২৮, ২০১৪ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

TANKনারায়ণগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকায় পানির ট্যাংক ধসে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিখা (৭) নামে এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।
রোববার বেলা সোয়া ১টার দিকে গোদনাইল নয়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝর্ণা বেগম(৫৫) ও আবদুর রব(৬০)। আহত ও নিহত সবাই মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া।
ঝর্নার ছেলে ওয়াসিম জানান, দুপুর সোয়া ১টার দিকে সিমেন্টের তৈরি বাড়ির পানির ট্যাংকটি ধসে পড়ে। এ ঘটনায় তার মা ঝর্না বেগম, আবদুর রব ও শিখা গুরুতর আহত হলে তাদের শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাঠিয়ে দেয়।
এদিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসা তিনজনের মধ্যে ঝর্না বেগম মারা গেছেন। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পথিমধ্যে আবদুর রব মারা যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলাউদ্দিন ঝর্না ও আবদুর রবের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।