নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে পাইপের ভেতর থেকে উদ্ধার করা শিশু জিহাদ নিচে পড়ার দুই ঘণ্টার মধ্যেই মারা যায়। মাথায় আঘাতজনিত কারণ ও পানিতে ডুবে মৃত্যু হয় শিশু জিহাদের।
তার মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক প্যানেলের প্রধান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাবিবুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তার নেতৃত্বেই তিন সদস্যের চিকিৎসক প্যানেল রোববার সকালে জিহাদের মরদেহ ময়নাতদন্ত করেন।
ময়নাতদন্তের পর তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে শিশুটি নিচে পড়ার দুই ঘণ্টার মধ্যেই মারা গেছে। শিশুটির মাথায় জখম ছিল। ভেতরে পানিও ছিল।’
রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সকাল ৯টার দিকে জিহাদের ময়নাতদন্ত শুরু হয়। তা শেষ হয় পৌনে ১০টার দিকে।
এদিকে ময়নাতদন্ত শেষে গোসল করিয়ে তাকে কাফন পরানো হয়। পরে তার মরদেহ হস্তান্তর করা হয়।
জিহাদের মামা মনির হোসেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মরদেহ গ্রহণ করে শরীয়পুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন।
শনিবার বেলা ৩টার দিকে দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর জিহাদেকে মৃত অবস্থায় উদ্ধার করে একদল স্বেচ্ছাসেবী।