ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

এবার ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২৮, ২০১৪ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

paribartan-chiনিজস্ব প্রতিবেদক : নিজে কখনো রাস্তায় বা উন্মুক্ত জায়গায় ময়লা ফেলবো না এবং অন্যকেও না ফেলার জন্যে উৎসাহিত করবো- এই শ্লোগানকে ধারণ করে প্রথমবারের মতো পালিত হবে ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’। আগামী ৩১ ডিসেম্বর দিবসটি পালনের ঘোষণা দিয়েছে ‘পরিবর্তন চাই’ নামের একটি বেসরকারি সংগঠন।
রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ফিদা হক।
তিনি জানান,  ‘৩১ ডিসেম্বর সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত আমরা নিজ নিজ বাসা, পাড়া, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আশপাশের রাস্তা, পার্ক, মাঠ, খাল, নদী বা সাগরের পাড় বা অন্য যেকোনো উন্মুক্ত স্থানের আবর্জনা সংগ্রহ করে নিকটস্থ ডাস্টবিনে ফেলবো।’
ফিদা হক বলেন, ‘ঢাকার নগর ভবন, উত্তর সিটি করপোরেশন কার্যালয়, ধানমণ্ডির রবীন্দ্র সরোবর, মিরপুর ২ নম্বর স্টেডিয়াম, উত্তরা ফ্রেন্ডস ক্লাব, মহাখালীর সাততলা বস্তিসহ ৬টি স্থানকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা ও সচেতনতা তৈরির অভিযান চলবে।’
ঢাকার এ অভিযানে অন্তত ৫০০০ স্বেচ্ছাসেবক থাকবেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ‘ ঢাকার বাইরেও অন্তত ৪০টি জেলায় একাধিক স্থানে ৭০০০ স্বেচ্ছাসেবক একযোগে এ অভিযান পরিচালনা করবে।’
সারা দেশে অভিযানটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে, অভিযানগুলো সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
দিবসটি পালনের অংশ হিসেবে ঢাকাসহ কয়েকটি বিভাগীয় শহরে ৫০টি ডাস্টবিন স্থাপনের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, ক্রিকেটার সাকিব আল হাসান, সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু, তাহসান, অভিনয় শিল্পী বিপাশা হায়াত, তৌকির আহমেদসহ বিভিন্ন শ্রেণি- পেশার অনুসরণীয় ব্যক্তিত্বরা এ কর্মসূচিতে অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ফিদা হক আরও বলেন, ‘শুধু পরিবেশের পরিষ্কার নয়, সামাজিক, রাজনৈতিক এবং মানসিকভাবে পরিচ্ছন্ন থাকার লক্ষ্য নিয়েই এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, স্থপতি মোবাশ্বের হোসেন, ব্রতীর চিফ এক্সিকিউটিভ অফিসার শারমিন মুর্শিদ, পরিবেশবিদ কামরুল হাসান খান, পাঞ্জেরি পাবলিকেশন্সের পরিচালক কামরুল হাসান শায়খ, পরিবর্তন চাই-এর নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা, স্থপতি ইকবাল হাবিব প্রমুখ।