ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বই উৎসব: প্রস্তুত এনসিটিবি, অপেক্ষায় ৪ কোটি শিক্ষার্থী

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২৮, ২০১৪ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

New Bookনিজস্ব প্রতিবেদক : চলতি বছরের বাকি আর মাত্র তিনটা গোটা দিন। আর তার পরদিনই নতুন বছরের শুরুতেই ঘটা করে বই উৎসব করে দেশের প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে ৩২ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৬৭৪টি পাঠ্যপুস্তক তুলে দেবে সরকার।
গত ৭ বছর ধরে এভাবেই প্রাথমিক, নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই বই তুলে দিচ্ছে সরকার।
এ লক্ষ্যে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে শিক্ষামন্ত্রণালয় ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবি জানায়, বিগত বছরের মতো এবারও ১ জানুয়ারি সারা দেশে পাঠ্যপুস্তক উৎসব করা হবে। ২০১৫ সালের নতুন শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, দাখিল ও দাখিল ভোকেশনাল, মাধ্যমিক, এসএসসি ভোকেশনালে মোট শিক্ষার্থী সংখ্যা ৪ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৭৪ জন।
ভারতের একটি প্রতিষ্ঠানসহ এবার পাঠ্যবই মুদ্রণের কার্যাদেশ পায় মোট ২৩৮টি প্রতিষ্ঠান। এরমধ্যে উন্মুক্ত দরপত্রে অংশ নিয়ে এবার দেশের তিনটি প্রতিষ্ঠান সবচেয়ে বেশি মোট ১৩ কোটি বই ছাপা, বাঁধাই ও সরবরাহের কার্যাদেশ পায়। প্রতিষ্ঠান তিনটি হলো- সরকার গ্রুপ, প্রমা ও ব্রাইট প্রিন্টিং প্রেস, আনন্দ ও এপ্রেক্স প্রিন্টার্স।
এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক মোশতাক আহমেদ ভূঁইয়া জানান, ২০১৫ সালে প্রাক-প্রাথমিক শ্রেণির ৬০ লাখ ১৬ হাজার ৫২৯ জন শিক্ষার্থীর দুই বিষয়ে ১ কোটি ২০ লাখ ৩৩ হাজার ৫৮টি বই ছাপানো হচ্ছে।
প্রাথমিকে ২ কোটি ৩১ লাখ ৭০ হাজার ৩৫১ জন শিক্ষার্থীর ৩৩টি বিষয়ে বই ছাপানো হচ্ছে ১১ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৮৪৪টি।
মাদ্রাসার ইবতেদায়ির ২৫ লাখ ৩ হাজার ৩২ জন শিক্ষার্থীর ৩৬টি বিষয়ের জন্য ১ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৪২০টি বেই ছাপানো হচ্ছে।
২১ লাখ ২৬ হাজার ৯৯৬ জন দাখিল ও দাখিল ভোকেশনাল শিক্ষার্থীর ৮৮টি বিষয়ে বই ছাপানো হচ্ছে ৩ কোটি ৮ লাখ ৬০ হাজার ৯৩৫টি।
মাধ্যমিকের ১১৪টি বিষয়ে ১ কোটি ৪ লাখ ৬০ হাজার ৮৯৩ জন শিক্ষার্থীর জন্য নতুন বই ছাপানে হবে ১৪ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার ২৬২টি এবং এসএসসি ভোকেশনালে ১৮টি বিষয়ে ২১ লাখ ১২ হাজার ১৫৫টি বই ছাপানো হবে ১ লাখ ৭৪ হাজার ৫৭৩ জন শিক্ষার্থীর জন্য।
মোট ৪ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর বিপরীতে ৩২ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৬৭৪টি নতুন বই ছাপানো হয়েছে। এরইমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছেছে মোট ২৮ কোটি ১৩ লাখ ৭১ হাজার ৯১২টি বই।
মোশতাক আহমেদ ভূঁইয়া বলেন, ‘প্রতিদিন ৩০ থেকে ৩২ লাখ বই পৌঁছে যাচ্ছে উপজেলা পর্যায়ে। বিনামূল্যের পাঠ্যবই নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না। শিক্ষার্থীরা যথা সময়েই বই পাবে। মাঠ পর্যায়ে ২৮ কোটির বেশি বই পৌঁছে গেছে। প্রাথমিকে ৭৭ দশমিক ৮৪ শতাংশ, ইবতেদায়ি পর্যায়ে শতভাগ, দাখিল ও দাখিল ভোকেশনালে ৯০ দশমিক ২০ শতাংশ, মাধ্যমিক পর্যায়ে ৯৭ দশমিক ৩৩ শতাংশ এবং এসএসসি ও ভোকেশনালের ৯৩ দশমিক ৩০ শতাংশ বই সরবরাহ হয়েছে বিভিন্ন জেলা-উপজেলায়।’
এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর আবুল কাসেম মিয়া বলেন, ‘পাঠ্য বই যথা সময়েই পৌঁছাবে। প্রাক-প্রাথমিক স্তরের বইয়ের কার্যাদেশ বিলম্ব করে দেয়া হলেও যথাসময়ের মধ্যে বই সরবরাহ হবে। প্রতিনিয়ত বই এখন উপজেলা পর্যায়ে চলে যাচ্ছে। বই ছাপানোর কাজ তদারকি করার জন্য গঠিত কমিটি সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।’