ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

অল্পের জন্য রক্ষা পেল ৭শ’ প্রাণ

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২৮, ২০১৪ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

Barisal-11বরিশাল প্রতিনিধি : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিটিসি) যাত্রীবাহী জাহাজ এমভি বাঙালির ধাক্কায় এমভি টিপুর ৭শ’ যাত্রীর প্রাণ অল্পের জন্য রক্ষা পেয়েছে।
শনিবার রাতে চাঁদপুরস্থ মেঘনা নদীতে এমভি বাঙালির ধাক্কায় এ ঘটনা ঘটে।
এদিকে, রোববার সকালে এমভি টিপু লঞ্চের ক্ষতিপূরণ দাবি করে বরিশাল বন্দর বিভাগকে একটি লিখিত আবেদন দিয়েছে মালিক পক্ষ।
বরিশাল বন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত ৯টায় ঢাকা থেকে ৭শ’ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে আগরপুর নেভিগেশন কোম্পানির লঞ্চ এমভি টিপু-৭।
অন্যদিকে, বরিশাল বন্দর থেকে আট শতাধিক যাত্রী নিয়ে মোড়লগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় বিআইডব্লিটিসির জাহাজ এমভি বাঙালি।
পথিমধ্যে গভীর রাতে চাঁদপুরস্থ মেঘনা নদীতে ঘনকুয়াশার কারণে এমভি টিপু ধীর গতিতে চালালে বিপরীত দিক থেকে আসা এমভি বাঙালি ধাক্কা দেয়। এতে লঞ্চটি ডুবে যাওয়ার উপক্রম হলে যাত্রীরা ছোটাছুটি শুরু করে। তবে কেউ হতাহত না হলেও অল্পের জন্য বেঁচে গেছে লঞ্চটিতে থাকা ৭শ’ যাত্রীর প্রাণ।
এমভি টিপুর মাস্টার ঘটনার ব্যাখ্যা দিয়ে জানান, এমভি বাঙালি জাহাজটি কোনো প্রকার সংকেত না দিয়ে লঞ্চটির বামপাশে সজোরে ধাক্কা দেয়। এ সময় লঞ্চটি উল্টে যাওয়ার উপক্রম হলে যাত্রীরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। তবে কেউ হতাহত হয়নি। কিন্তু লঞ্চটির ফ্যান্টার, দেওয়ানী, টেক্সিন ও গাছেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, রোববার সকালে এমভি টিপু বন্দরে আসার পর ক্ষতিপূরণ দাবি করে বরিশাল বন্দর বিভাগকে একটি লিখিত আবেদন দিয়েছে মালিক পক্ষ। যার একটি অনুলিপি এমভি বাঙালি জাহাজ পরিচালনাকারি সংস্থা বিআইডব্লিটিসির বরিশাল কার্যালয়েও দেয়া হয়েছে।
এমভি টিপুর মাস্টার আব্দুর রাজ্জাকের লিখিত আবেদনের প্রেক্ষিতে রোববার দুপুর ১টায় লঞ্চটি পরিদর্শন করেছেন বন্দর কর্মকর্তা মো. গুলজার আলী ও নৌ নিরাপত্তা এবং ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার।
ক্ষতির বিষয়টি নিশ্চিত করে এই দুই কর্মকর্তা জানান, এমভি টিপু কর্তৃপক্ষের আবেদনটি হাতে পেয়ে ঢাকার প্রধান কার্যালয়ে জানানো হয়েছে।
তবে এ বিষয়ে জানতে বিআইডব্লিটিসি বরিশাল কার্যালয়ের মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।