ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর নামে গাজীপুরে হচ্ছে ডিজিটাল বিশ্ববিদ্যালয়

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২৯, ২০১৪ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

bangabandhuনিজস্ব প্রতিবেদক : গাজীপুরের হাইটেক পার্কে ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই বিশ্ববিদ্যালয়ের নামকরণের সম্ভাবনা রয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ কথা জানান।
বৈঠকে ‘ডিজিটাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন ২০১৪’ এর খসড়ার নীতিগত অনুমোদ দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, উন্নয়নের গতি ত্বরান্বিত করতে গাজীপুর জেলায় ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এর প্রধান ফোকাস আইসিটি শিক্ষা। এখানে যারা শিক্ষক হিসাবে নিয়োগ পাবেন তাদেরকে আকর্ষণীয় বেতন দেয়া হবে, যাতে যোগ্য লোকদের এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে আনা সম্ভব হয়।’
অনলাইনের মাধ্যমেও এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণের ব্যবস্থা থাকবে বলে জানান সচিব।