ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ঢিলেঢালাভাবে হরতাল পালিত

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২৯, ২০১৪ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

Hortalআবুল হায়াত বাচ্চু, সাভার : গাজীপুরে বিএনপি সমাবেশ না করতে দেওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করার প্রতিবাদে দেশজুড়ে ২০ দলীয় ঐক্যজোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শিল্পাঞ্চল আশুলিয়ায় ঢিলেঢালাভাবেই পালিত হয়েছে। নাশকতা এড়াতে সোমবার ভোর থেকে এ অঞ্চলে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইন-শৃংখলারক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। স্থানীয় যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। তবে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যেতে দেখা যায়নি।  হরতালে কোন প্রকার পিকেটিং এর খবর পাওয়া যায়নি। এ দিকে ২০ দলীয় ঐক্যজোট নেতাকর্মীদের কাউকে মাঠে নামতে দেখা যায়নি। তবে হরতাল প্রতিহত করতে বিভিন্ন স্থানে থানা যুব-লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক শাহাদাত খানের নেতৃত্বে  মোটরসাইকেল শোভা যাত্রা করতে দেখা গেছে। অপরদিকে দুপুর ১টার দিকে সড়ক পরিবহণ শ্রমিকলীগ আশুলিয়া থানা সভাপতি আবুল দেওয়ানের নেতৃত্বে বাইপাইল বাসষ্ট্যান্ড থেকে একটি হরতাল বিরোধী মিছিল বের হয়ে থানা মহাসড়ক প্রদক্ষিণ করে বাইপাইল এসে সমাপ্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন, সড়ক পরিবহণ শ্রমিকলীগ নেতা মোঃ শাহিন মহ আরো অনেকে।  হরতাল পরিস্থিতি সম্পর্কিত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ বদরুল আলমের সঙ্গে কথা বল্লে তিনি  জানান, নাশকতা এড়াতে সোমবার ভোর থেকে গুরুত্বপূর্ণ স্থানে আমাদের অতিরিক্ত আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েণ রয়েছে। হরতালের পক্ষে কোন কার্যক্রম আশুলিয়া থানায় নাই বলেও তিনি জানান।