নিজস্ব প্রতিবেদক : ৩১ লাখ শিক্ষার্থীর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ হবে মঙ্গলবার। গত ২৩ নভেম্বর দেশের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।
মঙ্গলবার সকালে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেবেন। এরপর মন্ত্রী দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
প্রসঙ্গত, ২৩ নভেম্বর ৩১ লাখ শিক্ষার্থীর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। এবছর দেশে ছয় হাজার ৭৯১টি কেন্দ্রে এবং দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়। পঞ্চম শ্রেণীতে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন এবং মাদরাসার তিন লাখ পাঁচ হাজার ৭২১ জন পরীক্ষায় অংশ নেয়। পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের মধ্যে ১২ লাখ ৮২ হাজার ৭৯ জন ছাত্র এবং ১৫ লাখ ৬ হাজার ৪৬৫ জন ছাত্রী। আর ইবতেদায়ীতে এক লাখ ৫৭ হাজার ৪৪৮ ছাত্র এবং ছাত্রী এক লাখ ৪৮ হাজার ২৭৩ জন।