রাঙামাটি প্রতিনিধি : নানিয়ারচরে উপজেলা ও সংলগ্ন সড়কগুলোতে মঙ্গলবার থেকে টানা ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বাঙালী ভূমি উদ্ধার আন্দোলন পরিষদ নামে একটি সংগঠন।
বাঙালীদের চার লাখ আনারস ও ২০ হাজার সেগুন চারা কেটে দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণ দাবিতে এ হরতাল ঢাকা হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে বাঙালী ভূমি উদ্ধার আন্দোলন পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান মিজান হরতালের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলন থেকে পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা, উপজাতি সন্ত্রাসীদের নির্মূল করা, বাঙালীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভূমি আন্দোলন কমিটির নেতা মো. সেলিম, মো. হাবিব প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর রাতে নানিয়ারচরের বগাছড়ি এলাকায় বাঙালীদের ১৫ একর জমির প্রায় চার লাখ আনারস ও ২০ হাজার সেগুনের চারা কেটে দেয় দুর্বৃত্তরা।
এ ঘটনার জন্য পার্শ্ববর্তী এলাকার পাহাড়ীদের দায়ী করে ক্ষুদ্ধ বাঙালীরা বেশ কয়েকটি দোকান ও ঘর পুড়িয়ে দেয়।