ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ২৯, ২০১৪ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

Kamlapur-Accident-9নিজস্ব প্রতিবেদক : কমলাপুর রেলস্টেশন সংলগ্ন লোকাল ট্রেন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন- বিভাগীয় প্রকৌশলী -১, মহিউদ্দীন আরিফ ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো)- সাদেকুর রহমান। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার রেলপথ মন্ত্রী মুজিবুল হক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ‘দুপুর ১টায় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ২১৯নং লোকাল ট্রেনটি স্টেশনে ঢোকার সময় মালবাহী কাভার্ড ভ্যান এসে জোরে ধাক্কা মারে। এতে কাভার্ড ভ্যানের ক্ষতি না হলেও ট্রেনটির রেশ ক্ষতি হয়েছে।’
তিনি বলেন, ‘কাভার্ড ভ্যানের চালকই ব্রেক ফেল অথবা অন্য কোনো কারণে ট্রেনটিকে ধাক্কা মারে। এতে ট্রেনের বেশ কিছু যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।’
পরিদর্শনকালে রেলপথ সচিব মনসুর আলী সিকদার, রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।