আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের একটি তদন্ত দল এয়ার এশিয়ার কিউজেড৮৫০১ বিমানের কিছু ধ্বংসাবশেষ সনাক্ত করেছে। জাভা সাগর সংলগ্ন বর্নো প্রদেশের কালিমান্তান উপকূলে তারা এগুলো খুঁজে পেয়েছে বলে বিবিসি এবং আল জাজিরা জানিয়েছে। দেশটির সরকারি টেলিভিশনে ধ্বংসাবশেষের ছবি দেখানো হচ্ছে বলেও জানা গেছে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার সকালে তৃতীয় দিনের মত সুমাত্রা এবং বর্নেও দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে তল্লাশি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর এই ধ্বংসাবশেষটি উদ্ধার করা হয়। ইন্দেনেশীয় কর্মকর্তারা বলছেন, এটি নিখোঁজ বিমানের তল্লাশি অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এটি যে নিখোঁজ বিমানেরই অংশ সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে ইন্দোনেশিয়ার তল্লাশি এবং উদ্ধার অভিযানের মুখপাত্র ইউসুফ লতিফ সংবাদ সংস্থা এপিকে বলেছেন, সাগরে ভাসমান ধ্বংবশেষটি তুলে আনতে ইতিমধ্যে একটি বিমান ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়ে গেছে। এক বিবৃতিতে তিনি আরো বলেছেন,‘এই ধ্বংসাবশেষ একটি উল্লেখযোগ্য ঘটনা। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা এ সম্পর্কে নিশ্চিত হতে পারছি না।’
মঙ্গলবার তল্লাশি অভিযানে কমপক্ষে ৩০টি জাহাজ, ১৫টি বিমান এবং সাতটি হেলিকপ্টার অংশ অংশ নিচ্ছে। জাভা সাগর এবং এর আশপাশের স্থলগুলোকে ১৩টি জোনে ভাগ করে অভিযান চালাচ্ছে তল্লাশি দলগুলো।
রোববার স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটার দিকে ১৬২ জন আরোহী নিয়ে সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে নিখোঁজ হয় এয়ারবাস এ৩২০-২০০ বিমানটি। নিখোঁজ হওয়ার কয়েক মিনিট আগে পাইলট জাকার্তার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে বিমানের যাত্রাপথ পরিবর্তনের অনুমতি চেয়েছিলেন বলে জানা গেছে। ঘটনার দিন ওই এলাকার আবহাওয়া দুর্যোগপূর্ণ ছিল এবং ঝড়োহাওয়া বইছিল বলে খবর পাওয়া গেছে।এর আগে ন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছিল, তারা বেলিতুং প্রদেশের এক দ্বীপ থেকে ধোঁয়া উঠছে বলে খবর পাওয়ার পর এ নিয়ে তদন্ত শুরু করেছে। তাদের ধারণা এয়ার এশিযার নিখোঁজ বিমান থেকেই ওই ধোঁয়া উদগীরিত হচ্ছে। ধোঁয়া সংক্রান্ত তথ্যের ওপর অনুসন্ধান চালাতে মঙ্গলবার লং আইল্যান্ডে একটি তদন্ত দল পাঠানো হয়েছে। বেলিতুং প্রদেশের ওই দ্বীপ থেকে ধোঁয়া উড়ছে বলে সোমবার খবর পাওয়া যায়।
সোমবার এক চীন টেলিভিশনের খবরে এ সম্পর্কে প্রথম জানানো হয়েছিল। দ্বীপের যে স্থানে ধোঁয়া দেখা গেছে সেটি বেলিতুংয়ের মানগার এলাকা থেকে ২৯ মাইল দূরে অবস্থিত। আনড্রিয়ানডি নামের ওই কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন,‘এয়ার এশিয়ার নিখোঁজ বিমাটিন থেকিই ওই ধোঁয়া উঠছে বলে আমরা অনুমান করছি। তবে আমাদের বিষয়টি আরো যাচাই করে দেখতে হবে।’ যদিও এ নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন বিশেজ্ঞরা।