নিজস্ব প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল হস্তান্তর করেন।
সারা দেশে জেএসসি পরীক্ষার ফলাপলের ভিত্তিতে যেসব প্রতিষ্ঠান প্রথম দশে স্থান পেয়েছে সেগুলোর পাসের সংখ্যা, জিপিএ-৫ এর সংখ্যা ও পাসের হার-
১. রাউজক উত্তরা মডেল স্কুল ও কলেজ, পাস করেছে ৫৩৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৫২৮ জন। পাসের হার ৯৯.৩২।
২. ভিকারুননিসা নুন স্কুল, পাস করেছে ১৫১১ জন, জিপিএ-৫ পেয়েছে ১৪৪২ জন, পাসের হার ৯৮.৫১।
৩. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, পাস করেছে ১৪৫৩ জন, জিপিএ-৫ পেয়েছে ১২৯৫ জন, পাসের হার ৯৬.৫৩।
৪. শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, পাস করেছে ৮৫২ জন, জিপিএ-৫ পয়েছে ৭১৬ জন, পাসের হার ৯৫.০১।
৫. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল ও কলেজ, পাস করেছে ৩৩৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৩১৭ জন, পাসের হার ৯৪.৩৮।
৬. ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, পাস করেছে ৩৯৫, জিপিএ-৫ পেয়েছে ৩৫১ জন, পাসের হার ৯৩.৫৪।
৭. সফিউদ্দিন সরকার একাডেমি, টঙ্গী, গাজীপুর, পাস করেছে ৫৫৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৪৩২ জন, পাসের হার ৯৩.০২।
৮. মতিঝিল গভঃ গার্লস স্কুল, পাস করেছে ৩১০ জন, জিপিএ-৫ পেয়েছে ২৭৯ জন, পাসের হার ৯৩.৯৬।
৯. বিদ্যাময়ী গভঃ গার্লস, ময়মনসিংহ, পাস করেছে ৩০৭ জন, জিপিএ-৫ পেয়েছে ২৬৯ জন, পাসের হার ৯২.০২।
১০. মতিঝিল গভঃ বয়েস স্কুল, পাস করেছে ৩৯৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৩২৯ জন, পাসের হার ৯১.৭১।